Saturday, May 4, 2019

পাসওয়া্র্ড হ্যাক থেকে নিরাপদ থাকার উপায়

পাসওয়ার্ড হ্যা আজকাল আমরা অহরহ শুনে থাকি। এর নানা কারন থাকলেও অধিকাংশ ক্ষেত্রে আমরা নিজেরাই দায়ি। কেনো আমারা নিজেরা নিজেদের বিপদ ডেকে আনি?
খুব সহজে মনে রাখতে পারি এমন কিছু আমরা ব্যবহার করে থাকি। কেহো ১২৩৪৫৬৭৮ এমন কিছু বেছে নেন পাসওয়ার্ড হিসেবে। আর এমন সহজ সুযোগ নিয়ে থাকেন হ্যাকার রা। কোনো টেকনিকাল জ্ঞঅন ছাড়াই সহজ সরল ইউজার দের আইডি হ্যাক করে ফেলেন। কাকে দায়ি করবেন?
শুধু হ্যাকার নয় কৌতুহলি কেহো আপনার জগতে ডুকে পড়তে পারে অনাআসে। আর এ ডুকে পড়া থেকে বেরে যাবে তাহার কৌতুহল। আর কৌতুলহ আপনাকে ফেলে দিতে পারে মহা বিপদে। এমন কমন কিছু পাসওয়ার্ড নিয়ে আসব যা আমরা ব্যবহার করে হ্যাকার ও কৌতুলহলিদরে শিকার হই।
১২৩৪
১২৩৪৫৬৭৮
ইউজার নেইম ও ১২৩৪
ইউজার নেইম #১২৩
১২৩৪!@#$

এমন আরো কিছু নিয়ে আসব আপনাদের জন্য যা ব্যবহার থেকে সতর্ক থাকবেন। 


No comments:

Post a Comment

Crypto Currency as a Bitcoin, BNB and other

  BNB is a Crypto currency. You can earn its free for your experience about BNB and or Crypto currency.  What is BNB? for your experience yo...