Friday, December 23, 2022

বিটকয়েন খেলতে খেলতে কোটি টাকা পাবার সম্ভাবনা আছে আপনার

 বিটকয়েন খেলতে খেলতে কোটি টাকা পাবার সম্ভাবনা আছে আপনার। কি ভাবে?

প্রথমত আপনাকে থাকতে হবে একটি বিট কয়েন একাউন্ট । কত খরচ হবে?

কোন খরচ নেই বিট কয়েন একাউন্ট করতে। বিপরিতে আয় করতে পারবেন। কত আয় সেটা হাস্য কর প্রাথমিক ভাবে। তবে এ হাস্যকর আয় করদি করে যান তবেই আপনার বিনাখরচে কোটিপতি হবার সম্ভাবনা আসতে পারে। কি ভাবে?


সকল প্রশ্নে উত্তর দিচ্ছি তার আগে বলি দেরি না করে একাউন্ট করে ফেলুন এখানে

প্রথব বলি আয় করার পর টাকা হতে নিতে আপনাকে কিছুটা জামেলা পোহাতে হবে । আর এ জামেলা আশা করি কমতে থাকবে । এমন কি সহজলভ্য হবে । বিপরিত হওয়ার যে সম্ভাবনা নেই তা নয়। যাই হোক টাকা পয়সা বিনিয়োগ ছাড়া কিছুটা সময় বিনিয়োগ করে অবসর সময় এ যুকিটা নেয়াই যেতে পারে। হ্যা আমি সাবধান করব এখানে বিনিয়োগের যে সকল সম্ভাবনা আছে তা থেকে আপনাকে সাবধানে থাকতে হবে। কারন আমার এ লেখা পড়ে যদি আপনি এখানে বিনিয়োগ করে সর্বশান্ত হন আমার খুবই খারাপ লাগবে। তাই আবারো বলি কোন বিনিয়োগ নয় সময় ছাড়া। 

তো কোটি পতি হব কি করে । এখানে প্রতি ঘন্টায় হাস্যকর বিটকয়েন আয় আছে। সাথে আছে বিছু পয়েন্ট ও লটারি টিকেট । এখানেও কোটি পতি হবার সম্ভাবনা নেই। আছে প্রতিদিন একটা করে রোল ফ্রী শর্ত এ রোলে সাবসক্রাইব করতে হবে। আর আপনি যদি প্রতি ঘন্টায় হাস্যকর আয়গুলো করেন তা থেকে যে পয়েন্ট পাবেন সে পয়েন্ট থেকে রোল কেনার সুয়োগ। এ রোল থেকে পেয়ে যেতেপারেন গোল্ডেন টিকেট। এ গোল্টেন টিকেট হতে পারে আপনা ভাগ্যের চাকা ঘেড়ানর হাতিয়ার। 

এবার আমার কথা বলি। কারন আমি একটি গোল্ড টিকেট পাওয়ার পর আপনাএদর এ লেখাটি লেখায় আগ্রহী হলাম। যদিও এটির ড্র এখনো ১৩০+ দিন বাকি। কিন্তু পুরোষ্টার পাবার সম্ভাবনা খিন নয় কারন এ যাবত কাল ৭ লাখের কম টিকেট হয়েছে। 

যদি এ পুরোষ্কার জিততে পারেরন তবে পাচ্ছেন ১০ বিট কয়েন । ১ বিট কয়েনের বাজার মূল্য বর্তমান ডিসেম্ভর ২০২২ যদি নেই তবে ১৬হাজার ডলার। তার মানে ১লাখ ৬০ হাজার ডলার । তার মানে আপনি পাচ্ছেন কোটি টাকা থেকেও বেশি কিছু। 


আরো আসছে সাথে থাকুন। 

No comments:

Post a Comment

Income extra money online

 I am trying to do something online and earn extra money online. But Its my nature I don't like to invest a few moneys. for that it'...